ইসরায়েলি জিম্মিদের পরিবার এবং শুভানুধ্যায়ীরা বুধবার জেরুজালেমের দিকে লংমার্চ শুরু করেছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের উৎসবের স্থান নোভায় হামাসের বন্দুকধারীরা হামলা চালায়।

এই উৎসবের স্থানটি কিববুতজ রেইমের কাছে যেখানে শত শত ইসরায়েলি নিহত হয় এবং আরও শতাধিককে গাজায় বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

পদযাত্রাকারীরা নিখোঁজদের ছবি বহন করছে এবং বাকি ১৩৪ জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে তাদের সরকারকে আরো বেশি কিছু করার দাবি জানিয়েছে।

যুদ্ধবিরতির আলোচনা তাদের আশা আরও বাড়িয়ে দিয়েছে।

“প্রিয়জনদের জন্য আমাদের ১৪৫ দিন ও রাতের অধীর আকুলতা,” রনেন নেত্রা বলছিলেন উপস্থিত জনতার উদ্দেশে।

রনেনের ২২ বছর বয়সী ছেলে, ওমের, গাজার কোথাও রয়েছেন।

“আমরা তাদের শক্তি রাখতে বলবো, বলবো আর অল্প একটু অপেক্ষা করতে হবে,” বলেন রনেন।

“ওমের আর অল্প সময়ের অপেক্ষা। একটা চুক্তি সম্ভব”।

Islamic radio airs Quran recitations, lectures, music, and community announcements.

Support

Help Centre

FAQ

Contact Us

Community

Company

About Us

Careers

News & Articles

Get In Touch

Copyright © 2024 – Islami Radio Developed By Rushda Soft

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/islamiradio/public_html/wp-includes/functions.php on line 5427